বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হবিগঞ্জ প্রেস ক্লাব সংস্কারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রেস ক্লাব সংস্কারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রেস ক্লাবের কার্যক্রমে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং একটি বিশেষ গোষ্ঠীর প্রভাব থাকার অভিযোগ এনে প্রেস ক্লাব সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা। তারা প্রেস ক্লাবকে একটি মুক্ত, নিরপেক্ষ এবং সক্রিয় পেশাগত সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

সাংবাদিকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- প্রেস ক্লাবের সদস্যপদ নিয়ে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম দূর করে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করা। এছাড়া বছরের পর বছর ধরে অবৈধ নেতৃত্বে পরিচালিত প্রেস ক্লাবে একক আধিপত্য ও দুর্নীতিমুক্ত করা।

সুশাসন এবং সমতাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত না করলে প্রেস ক্লাব তার কার্যকরী ভূমিকা হারাবে। এ ক্ষেত্রে প্রেস ক্লাবের বর্তমান অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি দূর করে পুনর্গঠন ও সংস্কার না করা পর্যন্ত আগামী কার্যকরী কমিটিকে দায়িত্ব গ্রহণ করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

পরে মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমানের সভাপতিত্বে ও দীপ্ত টিভির হবিগঞ্জ প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়র পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এখন টেলিভিশন ও খবরের কাগজের জেলা প্রতিনিধি কাজল সরকার, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, দৈনিক বাংলাদেশ সমাচারের আব্দুল হান্নান চৌধুরী টিপু, দৈনিক আমার বার্তার সিরাজুল ইসলাম জীবন, মাই টিভির নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির আমীর হামজা, এশিয়ান টিভির জাহাঙ্গীর রহমান, আনন্দ টিভির শাহাউর রহমান বেলাল, চ্যানেল এস-এর মো. আলফু মিয়া, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক রুবেল মিয়া, তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, হবিগঞ্জের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক মিজানুর রহমানসহ অন্তত ৩০ জন সাংবাদিক।

টিএইচ