বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম হবিগঞ্জ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার (১৪ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি এখলাছুর রহমান। 

সভা পরিচালনা করেন, সাধারণ সম্পাদক শাহজানে আলম, প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য, উপজেলা রিসোর্স সেন্টারের ইনন্সট্রাক্টর মোহাম্মদ জাহির তালুকদার। 

প্রায় শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের দুই হাজার কৃতিত্ব ছাত্র- ছাত্রীদের মধ্যে ক্রেস্ট তুলে দেয়া হয়েছে। এসময় শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

টিএইচ