সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর (পাহাড়পুর) গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, ওই গ্রামের কাজল মিয়া ও মহিবুর রহমানের সঙ্গে একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপক্ষের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে দুপক্ষে অন্ততপক্ষে ১০ জন আহত হয়। 

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেয়। এরমধ্যে গুরুত্বর আহত মহিদ মিয়াকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টিএইচ