সিলেট থেকে ঢাকা ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত প্রাইভেটকার আরোহী একই পরিবারের ৪ সদস্যের মরদেহ পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকাল দশটায় পুরুষ তিনজনের ও নারী একজনের পৃথক দুটি জানাজা বাড়ির সামনে অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান শাহীন, ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটুসহ গলাচিপা উপজেলার সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লী জানাযায় শরিক হন। পরে শোকাবহ পরিবেশ নিহতদের পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে ভোর রাতে হবিগঞ্জ থেকে মরদহবাহী অ্যাম্বুলেন্স এলাকায় পৌঁছে। সকাল থেকে হাজার হাজার মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমায়।
পারিবারিক সূত্র জানাযায়, গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত মৌজে আলীর দুই ছেলে জামাল মৃধা ও খোকন মৃধা গার্মেন্টসে চাকরির সুবাদে সাভারের হেমায়েতপুরে থাকতেন। গত বুধবার জামাল মৃধার একমাত্র ছেলে কাওসার হোসেন অন্তরের জন্য মানত হিসেবে পারিবারিকভাবে তারা চারজন ভাড়াকৃত প্রাইভেটকারযোগে সিলেটে শাহজালাল (রা) এর মাজারে যান।
ফেরার পথে রাত দেড়টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই পরিবারের চারজন ও চালক মোট পাঁচজন ঘটনাস্থলে নিহত হন।
টিএইচ