রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হরিণাকুণ্ডে এমপির ব্যক্তিগত সহকারীর গাড়ি ভাঙচুর

হরিণাকুণ্ড (ঝিনাইদহ) প্রতিনিধি 

হরিণাকুণ্ডে এমপির ব্যক্তিগত সহকারীর গাড়ি ভাঙচুর

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে নৌকা প্রতীকের অফিস ও প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির ব্যক্তিগত সহকারী রওশন আলীর প্রাইভেটকার ভাঙচুর করেছে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কর্মী ও সমর্থকরা। 

গত শনিবার সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা। এ সময় শাহিনুর রহমান মজনু নামে নৌকা প্রতীকের আরও এক সমর্থককে মারধর ও তার ব্যবহূত মোটরসাইকেলও ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। 

রওশন আলী বলেন, সন্ধ্যা ৭টার দিকে তিনি ওই ইউনিয়নের সোহাগপুর গ্রামে একটি নির্বাচনী সভায় যোগ দেয়ার জন্য যাচ্ছিলেন। পথে আড়ুয়াকান্দি গ্রামে পৌঁছলে ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থক ও একই ইউনিয়নের চেয়ারম্যান বসির উদ্দিন ও তার ভাগনে আরিয়ান রাফির নেতৃত্বে ৪০/৫০ জন দুর্বৃত্ত তার গাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও ভাঙচুর করে। তাকে হত্যার উদ্দ্যেশে এ হামলা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন বলেন, তারা বিকেলে একই ইউনিয়নের চ্যঙের মোড় বাজারে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা করছিলেন। তখন নৌকা প্রতীকের সমর্থকেরা সেখানে হামলা করে মাইক ভাঙচুর করে। এ ঘটনার জেরে উত্তেজিত হয়ে তার সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থীর ব্যক্তিগত সহকারীর গাড়ি ভাঙচুর করেছে। তবে তিনি এই ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলেন না।

সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

টিএইচ