বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হরিণাকুণ্ডে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

হরিণাকুণ্ডে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে প্রতিপক্ষের হামলায় রবিউল ইসলাম (৫০) নামে একজন  নিহত হয়েছে। গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের গেটে এ ঘটনা ঘটে। নিতহ রবিউল ইসলাম হরিনাকুণ্ড পৌরসভার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদে আছরের নামাজ পড়ে মসজিদের গেট দিয়ে বের হওয়ার সাথে সাথেই একই গ্রামের পলাশ মিয়াসহ (২৮) ও আজ্ঞাতনামা আরো ৩/৪ জন রবিউল ইসলামের ওপর হামলা করে। এ সময় তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে রবিউলের পিঠে ও মাথায় উপর্যুপরি কোপাতে থাকে। 

এতে তার মাথা ও পিঠের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এ সময় তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হলে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করে এবং ঢাকায় নেয়ার পথে রাতে মৃত্যু হয়েছে বলে তার জামাই রাসেল হোসেন জানিয়েছেন। 

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে জোড়াপুকুরিয়া গ্রামের বিবাদমান দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আরও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে হরিনাকুণ্ড থানার ওসি আক্তারুজ্জামান লিটন জানান, রবিউলের ওপরে হামলা করেছে দুবৃত্তরা এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

টিএইচ