বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, হাওর পাড়ের সন্তান হিসেবে হাওরাঞ্চলের শিক্ষা, কৃষি, যোগাযোগ সহ সার্বিক অবস্থা আমি অবগত । হাওর পাড়ের সাধারণ জনগণ শিক্ষা, যোগাযোগসহ সার্বিক দিক দিয়ে অনেক অবহেলিত, সে বদনাম আমাকে সবসময় পীড়া দেয়। আমি আজ মূলত হাওরের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করতে এবং কীভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা যায় সে বিষয়ে পরামর্শ করে সম্মিলিত উন্নয়ন পরিকল্পনা করাই আমার সফরের মূল লক্ষ্য।
আপনারা আমার কাছে শিক্ষা, যোগাযোগ সহ যে সব বিষয়ে উন্নয়নের দাবি করেছেন, আমার মন্ত্রণালয়ের মাধ্যমে যা করা সম্ভব তা আমি করব এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে অচিরেই হাওরাঞ্চলের শিক্ষা, যোগাযোগ সহ সার্বিক উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করবো।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ ফিমেইল একাডেমির কনফারেন্স হলে হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়নে সরকারি বেসরকারি সম্মিলিত প্রচেষ্ট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামিল চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন— প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, পরিচালক (যুগ্ম সচিব) ড. মো. আতাউল গনি, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার প্রমুখ। সকালে প্রধান অতিথি ফিমেইল একাডেমিতে পৌঁছলে একটি সুসজ্জিত গার্লস গাইড প্রধান অতিথি কে গার্ড অব অনার প্রদান করে।
টিএইচ