বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হাটহাজারীতে কিশোরের আত্মহত্যা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 

হাটহাজারীতে কিশোরের আত্মহত্যা

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় অভিমান করে চট্টগ্রামের হাটহাজারীতে আরাফাত (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা দানো মেম্বারের ভাড়া বাসাতে ঘটনাটি ঘটে। 

সোমবার (৯ অক্টোবর) মডেল থানার এসআই আব্দুর রশিদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাসার সিঁড়িঘর থেকে আরাফাতের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। সে কুমিল্লার কচুয়া থানা এলাকার আলমগীরের পুত্র। নিহত আরাফাত নাজিরহাট বাজারে মাছের দোকান চাকরি করতো। 

জানা যায়, গত সপ্তাহে দানু মেম্বারের বাড়িতে ভাড়া বাসায় উঠে আরাফাত, প্রায় দুইমাস আগে তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়, মেয়েটি তার নিকটতম আত্মীয়। বিয়ের সংবাদ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে আরাফাত। প্রেমিকার অন্যত্র বিয়ে সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারনা করে তার পরিবার।

স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিন বলেন, ঘরের মালিক ফোন করলে গিয়ে দেখি সিঁড়িঘরের তীরের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলে আছে, পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। 

এবিষয়ে মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। রিপোর্ট পেলেই জানা যাবে ঘটনার আসল রহস্য।

টিএইচ