চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মিটিং থেকে তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ১৫নং বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়াহাট এলাকার লিটল ফ্লাওয়ার স্কুলের অফিস কক্ষ থেকে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মজিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-ছাত্র শিবিরের চান্দগাঁও থানা উত্তরের অর্থ সম্পাদক ও হাটহাজারী দক্ষিণের ওয়ার্ড সভাপতি হামেদ হাসান মামুন (২৬)। মোহরা ওয়ার্ড শিবিরের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাফায়েত হোসেন (২২) এবং শিবিরের সাথী তরিকুল ইসলাম (২২)।
হামেদ হাসান মামুন চাঁদগাঁও থানাধীন উত্তর মোহরা ৫নং ওয়ার্ডের কাছিম মাঝির বাড়ির হাফেজ আবু আহম্মদের পুত্র, সাফায়েত হোসেন চাঁদগাঁও থানাধীন ৫নং ওয়ার্ডের মধ্যমে মোহরা এলাকার ফজর আলী সরকার বাড়ির মোহাম্মদ আব্দুস শুক্কুরের পুত্র এবং তরিকুল ইসলাম মীরসরাই উপজেলার পশ্চিম মিঠানালা এলাকার ইয়াকুব আলী সারাংয়ের বাড়ির মজিবুল হকের পুত্র।
থানা সূত্রে জানাযায়, এসময় গ্রেপ্তারদের নিকট হতে বিভিন্ন বই, লিফলেট, টাকা সংগ্রহের আয়ের রশিদ বই, ব্যানার উদ্ধার করা হয়। এবিষয়ে মডেল থানার ওসি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কতিপয় সক্রিয় উগ্রপন্থী সদস্যরা তাদের সংগঠনের দাওয়াতী কার্যক্রম পরিচালনা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার মিটিং করছিলো।
সেখান থেকে বিভিন্ন আলামতসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। তারা সবাই বাংলাদেশ জামায়েত ইসলামী এবং বালাদেশ ইসলামী ছাত্রশিবির সংগঠনের সদস্য বলে দাবি করে। গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
টিএইচ