শনিবার, ০১ মার্চ, ২০২৫
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১
The Daily Post

হাটহাজারীতে যানজট নিরসনের অভিযানে জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে যানজট নিরসনের অভিযানে জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে জমে উঠেছে ঈদের বাজার, পার্শ্ববর্তী রাউজান ও ফটিকছড়িসহ বিভিন্ন স্থান থেকে ঈদের কেনাকাটা করতে হাটহাজারীতে আসছে ক্রেতাসাধারণ। ক্রেতাসাধারণের চাপে পৌরসভার বিভিন্ন স্থানে সৃষ্টি হয় যানজট। এ যানজট নিরসনে নিরলসভাবে কাজ করছে প্রশাসন। 

গত মঙ্গলবার পৌরসভার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সিএনজি চালিত ১৩টি অটোরিকশাকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে দণ্ডপ্রাপ্ত অটোরিকশাগুলোকে মহাসড়কে প্রতিবদ্ধকতা সৃষ্টি, অবৈধ পার্কিং ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনে ২৯,৫০০ টাকা জরিমানা করা হয়। 

এসময় পৌরসভার প্রাণকেন্দ্র কাচারি সড়কে দোকানের সামনে নির্মিত বেশ কয়েকটি স্থাপনা ও বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়। এছাড়া যানজট নিরসনে পৌরসভার ৩টি পয়েন্টে চারজন কর্মী নিয়োগ দেয়া হয়। তারা বাসসট্যান্ড এলাকার রাঙ্গামাটি সড়কের মুখে ১জন, খাগড়াছড়ি সড়কের মুখে ১জন, ত্রিবেণী মোড়ে ১জন ও কলেজ গেইট এলাকায় ১জন থাকবে। 

এইসব এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে তারা সহযোগিতা করবে। এবিষয়ে ইউএনও জানান, যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসকের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের পক্ষ থেকে সবধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। 

টিএইচ