চট্টগ্রামের হাটহাজারীতে জমে উঠেছে ঈদের বাজার, পার্শ্ববর্তী রাউজান ও ফটিকছড়িসহ বিভিন্ন স্থান থেকে ঈদের কেনাকাটা করতে হাটহাজারীতে আসছে ক্রেতাসাধারণ। ক্রেতাসাধারণের চাপে পৌরসভার বিভিন্ন স্থানে সৃষ্টি হয় যানজট। এ যানজট নিরসনে নিরলসভাবে কাজ করছে প্রশাসন।
গত মঙ্গলবার পৌরসভার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সিএনজি চালিত ১৩টি অটোরিকশাকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে দণ্ডপ্রাপ্ত অটোরিকশাগুলোকে মহাসড়কে প্রতিবদ্ধকতা সৃষ্টি, অবৈধ পার্কিং ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনে ২৯,৫০০ টাকা জরিমানা করা হয়।
এসময় পৌরসভার প্রাণকেন্দ্র কাচারি সড়কে দোকানের সামনে নির্মিত বেশ কয়েকটি স্থাপনা ও বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়। এছাড়া যানজট নিরসনে পৌরসভার ৩টি পয়েন্টে চারজন কর্মী নিয়োগ দেয়া হয়। তারা বাসসট্যান্ড এলাকার রাঙ্গামাটি সড়কের মুখে ১জন, খাগড়াছড়ি সড়কের মুখে ১জন, ত্রিবেণী মোড়ে ১জন ও কলেজ গেইট এলাকায় ১জন থাকবে।
এইসব এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে তারা সহযোগিতা করবে। এবিষয়ে ইউএনও জানান, যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসকের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের পক্ষ থেকে সবধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।
টিএইচ