সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হাতিয়া জেলের জালে ধরা ৫ মণের পাখি মাছ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া জেলের জালে ধরা ৫ মণের পাখি মাছ

নোয়াখালীর হাতিয়ার গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়েছে ৫ মণ ওজনের বিশাল পাখি মাছ। মাছটি নিলামে তোলা হলে ৪৭ হাজার টাকায় বিক্রি হয়। গত শনিবার হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটের বিশাল এ মাছটি কিনে নেন এনায়েত বেপারী। বিষয়টি জানিয়েছেন হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান।

স্থানীয়রা জানান, ভোলার দৌলত খা এলাকার ইকবাল মাঝি নামে এক জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে অন্য মাছের সঙ্গে একটি পাখি মাছ শিকার করেন। 

মাছটি গত শনিবার বিকেলে চেয়ারম্যান ঘাটের ফারুক মৎস্য আড়তে নিলামে তোলা হয়। নিলামে মাছটি ৪৭ হাজার টাকায় এনায়েত বেপারী কিনে নেন। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।

এ বিষয়ে ফারুক মৎস্য আড়তের মালিক ওমর ফারুক বলেন, এত বিশাল মাছ এর আগে হাতিয়ার কেউ দেখেছে কিনা আমার জানা নেই। 

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, মাছটি ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত। সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না। এ মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। তবে এ মাছটি খেতে খুব সুস্বাদু।

টিএইচ