বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘হাতিয়া নির্বাচনকে ঘিরে নাশকতার শঙ্কা নেই’

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

‘হাতিয়া নির্বাচনকে ঘিরে নাশকতার শঙ্কা নেই’

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নেই কোন হরতাল অবরোধের নামে কোন প্রকার জ্বালাও পোড়াও কর্মসূচি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে হাতিয়া নাশকতার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন হাতিয়া থানা ওসি মো. জিসান আহমেদ।

তিনি আরো বলেন, হাতিয়া আইনশৃঙ্খলা বাহিনী সব প্রকারের নাশকতা ঠেকাতে ও প্রস্তুত রয়েছে। অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল দলকে সমানভাবে সহযোগিতা করতে আইশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে ও জানান এই কর্মকর্তা। 

বুধবার (২৭ ডিসেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আমার সংবাদ প্রতিনিধির সঙ্গে আলাপকালে হাতিয়া থানা ওসি জিসান আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন। নোয়াখালী-৬ হাতিয়া আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনজন প্রার্থী। 

আ.লীগ থেকে (নৌকা) মোহাম্মদ আলী, মুক্তিজোটের (ছড়ি প্রতিক) মোহাম্মদ মোজাম্মেল হক ও জাতীয় পার্টি (নাঙ্গল প্রতিক) থেকে মুশফিকুর রহমান। হাতিয়ায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ১৩২। প্রস্তুত করা হয়েছে ৯৬টি ভোট কেন্দ্র ।

টিএইচ