নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে সকাল ১০টার সময় উপজেলার চরকিং চরকৈলাশ গ্রামে এই দিবস পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ। এ সময় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবাস চন্দ্র পাল, উপস্থিত ছিলেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, হাতিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক জি এম ইব্রাহিম, উপসহকারী কৃষি কর্মকর্তা রহমত উল্যা, কৃষক মো. শরিফ মিয়া, কৃষক মো. খানসাব, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেকে।
এ ছাড়াও উপস্থিত ছিলেন হাতিয়ার চরকিং ও চরঈশর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক কৃষক। মাঠ দিবসরে আলোচনা সভায় কৃষকরা মাঠ পর্যায়ে বলসুন্দরী বরই চাষে সফলতা নিয়ে আলোচনা করনে। হাতিয়াতে বলসুন্দরী বরই চাষের ১০টি প্রদশর্নী রয়েছে। এতে কৃষক স্বল্প পুঁজিতে অধিক লাভবান হচ্ছে বলে জানান তারা।
টিএইচ