নোয়াখালীর হাতিয়ায় চোর চক্রের এক সদস্যকে গণধোলায় দিয়ে হাতিয়া থানা পুলিশকে সোপর্দ করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরবগুলা গ্রামের ৪নং হিট কলনি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক রাশেদ উদ্দিন (৩০) সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা ২নং ওয়ার্ডের বাসিন্দা ছুট্টু খলিফার ছেলে।
সরজমিনে গেলে ওই এলাকার লুবনা বেগম (৩৫) নামে এক নারী জানান, গত ১৭ আগস্ট রাতে আমার বসত ঘরের পাশে কেউ হাটার শব্দ শুনতে পাই, পরে জানালার দিয়ে তাকালে মানুষ দেখতে পায়, পরে ভয়ে চিৎকার করলে স্থানীয় প্রতিবেশিরা এগিয়ে আসে।
এসময় প্রতিবেশী আবুল কালাম তাকে হাতেনাতে আটক করে, এসময় আরও দুইচোর পালিয়ে যায়। পরে আটক চোরকে স্থানীয়রা ধোলায় দিয়ে চরকিং ইউনিয়ন পরিষদে পাঠায়। পুলিশ খবর পেয়ে চরকিং ইউনিয়ন পরিষদ থেকে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বলেন, গ্রেপ্তার চোরের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
টিএইচ