সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হাতিয়ায় তুফানে লণ্ডভণ্ড ঘরবাড়ি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় তুফানে লণ্ডভণ্ড ঘরবাড়ি

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় তুফান ও ঝড় বৃষ্টি এসে লণ্ডভণ্ড করে দিয়েছে মানুষের ঘরবাড়ি, এছাড়াও প্রচুর বৃষ্টির কারণে জনজীবনে দূর্ভোগের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় বেলা ১১টা ৫০ মিনিটের সময় সৃষ্ট ঝড়ো হাওয়ায় উপজেলার অন্য ইউনিয়নের গ্রামগুলোর বসতবাড়ির ঘরে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয় অনেক পরিবার।
 
উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল সাংবাদিক মো. ছাইফুল ইসলাম জিহাদের বসতবাড়ির উপর দুটি গাছ পড়ে টিনের চালসহ ভেঙে তছনছ হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও উপজেলার বুড়িরচর ইউনিয়নে অবস্থিত হাতিয়া ডিগ্রি কলেজের টিনের চাল, বিভিন্ন জায়গার বসতঘর ও মসজিদের টিন উড়িয়ে নিয়ে লণ্ডভণ্ড করে দিয়েছে ঝড়ো হাওয়ায়। 

উপজেলার মহাসড়কের উপর পড়ে আছে অসংখ্য গাছপালা, স্থানীয় এমপি মো. আলী সাহেবের দিক নির্দেশনায় সড়ক থেকে গাছপালা কেটে সংস্কার করেছে হাতিয়ার জনগণ।

জানা গেছে ইতোমধ্যে এমপি মোহাম্মদ আলী হাতিয়ার বিভিন্ন প্রান্ত পরিদর্শন করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তিনি ত্রাণ সহায়তা পৌঁছাবেন বলেও জানান স্থানীয় বাসিন্দারা।

বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম জানান, এই মূহুর্তে আমি সরজমিনে রয়েছি, এমপির দিকনির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা প্রদান করবো ইনশাআল্লাহ।

টিএইচ