বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হাতিয়ায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মর্জিনা আক্তার রুপা নামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ মে) ভোরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত মর্জিনা আক্তার রুপা উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নং জোড়খালী গ্রামের বাসিন্দা মিরাজ উদ্দিনের মেয়ে। 

ভিক্টিমের মা পারুল বেগম সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই আমার মেয়ের অ্যাজমা রোগে আক্রান্ত ছিলো বিভিন্ন জায়গা থেকে বিয়ের জন্য আসলে বিয়ে ভেঙে যায় এতে হয়তো আমার মেয়ে খুব্ধ হয়ে তার শয়নকক্ষে পরিবারের অজান্তেই গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করতে পারে।

ভিকটিমের মা আরও জানান, সকালে ঘুম থেকে উঠার পর মেয়ের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করার পরও দরজা না খোলায় মেয়ের রুমের দরজা উপর দিয়ে হাত দিয়ে দরজার খিল খুলে রুমে প্রবেশ করে মেয়েকে চালের রুয়ার সঙ্গে ঝুলে থাকতে দেখে তাৎক্ষণিক চিৎকার করলে প্রথমে তগর বাবা এবং পরে আশপাশের লোকজন এগিয়ে আসে পরে আশপাশের লোকজনের সহায়তায় রশি কেটে নিচে নামিয়ে মেয়েকে  মৃত অবস্থায় দেখিতে পাই। এদিকে হাতিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

হাতিয়া থানার ওসি মো. জিসান আহমেদ বলেন, মরদেহ থানায় আনা হয়েছে, বিষয়টি আইনি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এবং হাতিয়া থানা পুলিশ তদন্তে রয়েছে।

টিএইচ