বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হাতিয়ায় সুইডেনের রাজকন্যা শুভাগমন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

হাতিয়ায় সুইডেনের রাজকন্যা শুভাগমন

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সুইডেনের রাজকন্যা প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া পরিদর্শন আসেন। বুধবার (২০ মার্চ) তিনি বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল এলাকায় হেলিকপ্টার থেকে অবতরণ করেন। 

এসময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি মোহাম্মদ আলী, সাবেক এমপি আয়েশা ফেরদাউস, হাতিয়া ইউএনও সুরাইয়া আক্তার লাকী, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম হেলিপ্যাডে ক্রাউন প্রিন্সেসকে স্বাগত জানান।

এরপর তিনি বুড়িরচর ইউনিয়নের নতুন সুইচ বাজার পরিদর্শন করেন, সেখানে গুচ্ছ অসহায় জেলে পরিবারের সঙ্গে কথা বলেন।

এছাড়া নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেন তিনি। তারপর হেলিকপ্টারের মাধ্যমে ভাসানচর উদ্দেশ্য রওয়ানা করেন।
 
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাষ্ট্রীয় অতিথি হাতিয়ায় আগমন উপলক্ষে বিভিন্ন স্থানে প্রায় ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

টিএইচ