শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

হাবিপ্রবিতে সুশাসন প্রতিষ্ঠাবিষয়ক সভা

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবিতে সুশাসন প্রতিষ্ঠাবিষয়ক সভা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের সহযোগী অধ্যাপক ও সুশীল সমাজের প্রতিনিধিদের জন্য ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

গত শনিবার আইকিউ এসি কনফারেন্সরুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।

সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহ্ মইনুর রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. তহিদার রহমান।  

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে এত ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম সহ্য করেছিলেন, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিশেষ করে ২০০৯ সালে প্রধানমন্ত্রী দ্বিতীয়বার সরকার গঠনের পরই তিনি শুদ্ধাচারের ওপর গুরুত্বারোপ করেন। এর অংশ হিসেবেই রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে কতটা স্বচ্ছ করা যায়, সেটি নিয়ে তিনি কাজ করছেন পাশাপাশি সরকারি প্রতিটি প্রতিষ্ঠান যেন জবাবদিহিতা, অংশগ্রহণমূলক ও স্বচ্ছতার সাথে পরিচালিত হয় সে নির্দেশনা তিনি দিয়েছেন। 

টিএইচ