শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

হামলা-চাঁদাবাজি যশোরে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মী বহিষ্কার

যশোর প্রতিনিধি

হামলা-চাঁদাবাজি যশোরে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মী বহিষ্কার

আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে যশোরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার (৭ ও ৮ আগস্ট) বিএনপি, যুবদল ও ছাত্রদলের জেলা ও উপজেলার সভাপতি-সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে উপজেলা বিএনপির পাঁচ, যুবদলের চার ও ছাত্রদলের চার নেতাকর্মী রয়েছেন। এদিকে, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থাগিত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, আ.লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবরে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের প্রতি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নির্দেশনা দিয়েছে। 

এ নির্দেশনা অমান্য করে যশোরে বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের বহিষ্কৃত ১৩ নেতা প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, চাঁদাবাজি চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সংগঠন তাদের বহিষ্কার করেছে।

এছাড়া প্রতিপক্ষ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর করার অভিযোগে সদর উপজেলার আরও এক ইউনিয়ন বিএনপি নেতা, মণিরামপুর উপজেলার একজন ও কেশবপুর উপজেলার দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে কেশবপুর উপজেলা যুবদলের তিনজন ও সদর উপজেলা যুবলীগের একসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে। হামলা, হুমকি ভাংচুরের ঘটনায় সদর মনিরামপুর ও কেশবপুরের চার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, গত বুধবার ঝিকরগাছা বাজারে উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এসব কারণে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করার সুযোগ নেই। দলের সব পর্যায়ের নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে হবে। দেশে অস্থিশীল পরিস্থিতির মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলার দায়ে ঝিকরগাছা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ছাত্রদল থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। কিন্তু দলীয় নির্দেশনা ভঙ্গ করায় ছাত্রদলের চারজনকে বহিষ্কার করা হয়েছে।

টিএইচ