শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

হালদার পানি লবণাক্ততায় হুমকিতে মাছের প্রজনন

রাউজান প্রতিনিধি

হালদার পানি লবণাক্ততায় হুমকিতে মাছের প্রজনন

দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুম চলছে। মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুমে সাগর ও হালদা নদীর সাথে সংযুক্ত কর্ণফুলী নদী ও বিভিন্ন খাল নদী থেকে হালদা নদীর মিঠা পানিতে মা মাছ এসে ডিম ছাড়তে। প্রচণ্ড তাপদাহ ও বৃষ্টি না হওয়ায় হালদা নদীর পানি লবণাক্ত হয়ে পড়েছে। 

হালদা নদী থেকে মদুনাঘাট, নগরীর মোহরা এলাকায় পৃথক পৃথকভাবে দুটি স্থানে চট্টগ্রাম ওয়াসা প্রতিদিন বিপুল পানি উত্তোলন করে চট্টগ্রাম নগরীতে সরবরাহ করে। গত এক সাপ্তাহ ধরে ওয়াসার পানি লবণাক্ত হয়ে পড়ায় চট্টগ্রাম নগরীতে ওয়াসার পানি লবাণাক্ত মুক্ত করতে মানববন্দন, সভা সমাবেশ করছে নগরীর বাসিন্দারা। 

গত বৃহস্পতিবার রাউজানের গহিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কোতয়ালি ঘোনা এলাকার মোয়াজ্জেম খান চৌধুরী প্রকাশ মাঝের বাড়ি এলাকায় হালদা নদী পরিদর্শনকালে হালদা নদীর পানি নিয়ে মুখে দিয়ে হালদা নদীর পানিতে লবণাক্ত হয়ে পড়ছে মনে হয়। 

অপরদিকে চট্টগ্রাম ক্যান্টেনম্যান্ট পাবলিক কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রধান হালদা গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, গত ২০ এপ্রিল হালদা নদীর সাত্তারঘাট থেকে মদুনাঘাট পর্যন্ত স্পনিং গ্রাউন্ডের বিভিন্ন অংশ (সাত্তারঘাট, অঙ্গুরীঘোনা, আজিমারঘাট, নাপিতেরঘাট, আমতুয়া, রামদাসমুন্সির ঘাট ও মদুনাঘাট) থেকে পানির নমুনা সংগ্রহ করে সরাসরি হালদা নদীতে ও বাসার নিজস্ব হালদা ল্যাবে পরীক্ষা করে দেখা যায়, হালদা নদীর পানি লবণাক্ত হয়ে পড়েছে। 

প্রবল বর্ষণ হলে পাহাড়ি ঢলের শ্রোতের পানি হালদা নদী দিয়ে প্রবাহিত হলে নদীতে শ্রোতের সৃষ্টি হলে হালদা নদীর পানি থেকে লবণাক্তের পরিমাণ কমে আসবে। হালদা নদীর পানি থেকে লবণাক্ত কমলে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়লে মা মাছের প্রজননের ক্ষতি হওয়ার আশঙ্কা কম। হালদা নদীর পানিতে লবণাক্ত থাকলে মা মাছের প্রজনন হুমকির মুখে পড়বে।

টিএইচ