দ্রব্যমূল্যে উর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পৌরসভার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সভায় সভাপতিত্ব করেন, হবিগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ জি কে গউছ, বিশেষ অতিথি ছিলেন, চেয়ারপার্সনে উপদেষ্টা কাউন্সিল সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, জাতীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (মধ্যপ্রাচ্য) আলহাজ আহমেদ আলী মুকিব, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার।
প্রধান অতিথি বক্তব্য বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত ১৭টি বছর দেশটাকে ধ্বংস করে দিয়েছে, শেখ হাসিনার নেশাই ছিল, ভিন্ন দল দমন-পীড়ন, মিথ্যা মামলা-হামলা ও খুন-গুম করা। দেশে কোনো আইন কানুন ছিল না। জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিলে-মিছিলে সমাবেশ পরিপূর্ণ হয়েছে। এসময় কেন্দ্রীয় নেতারাসহ জেলার নেতারা বক্তব্য রাখেন।
টিএইচ