শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে চলছে দুর্গা উৎসব

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে চলছে দুর্গা উৎসব

পরভূমে ষষ্ঠ বারের মতো দুর্গা পূজা উদযাপন করছে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রিত হিন্দু রোহিঙ্গারা।

উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বাগানে আশ্রয় নিয়েছে ১২০ পরিবারের প্রায় ৬০০ জন হিন্দু। গড়ে তুলেছে হিন্দু রোহিঙ্গা ক্যাম্প। সেখানে চলছে দুর্গাপূজা উদযাপন।

শনিবার (২১ অক্টোবর) শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন আরকান সড়কের পশ্চিম পার্শ্বে এসব বাস্তুচ্যুত হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে গেলে তাদের জীবন যাপন ও দুর্গা উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করতে দেখা যায়।

এ সময় হিন্দু রোহিঙ্গা ক্যাম্প কমিটির নেতা তরুণ রুদ্র জানান, বিগত ছয় বছর ধরে আমরা শান্তিপুর্ণ ভাবে দুর্গা উৎসব পালন করে যাচ্ছি। নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি টিভি। 

আগামী ২৪ অক্টোবর বিজয়ী দশমী হিন্দু শরণার্থী পূজা বিসর্জন দিতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৫ পুরো জেলায় নজরদারি বাড়িয়েছে বলে জানান অধিনায়ক সাজ্জাত হোসেন।

টিএইচ