সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিলো।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বিষয়টি জানিয়েছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন ছুটি শেষে মঙ্গলবার (২৫ এপ্রিল) ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু ছিলো। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শেখ আশরাফুল বলেন, বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

টিএইচ