দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারতীয় চাল আমদানি।
সোমবার দুপুরে মেসার্স সায়রাম ইন্টারন্যাশনাল নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের দুটি ভারতীয় ট্রাকে ৯০ মেট্রিকটন চাল আমদানির মধ্যদিয়ে চাল কার্যক্রম শুরু হয়।
ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন পরে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে, এতে দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, হিলি বন্দরের ১০টি আমদানিকারক প্রতিষ্ঠান সাড়ে ১২ হাজার টন চাল আমদানির চূড়ান্ত অনুমতিপত্র (আইপি) পেয়েছে। এর আগে ৬ নভেম্বর আমদানির অনুমতি চেয়ে ১৩টি আমদানিকারক প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে রোববার বিকাল ৪টায় ১০টি আমদানিকারক প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টন চাল আমদানির অনুমতিপত্র দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
আরও অন্তত ১০টি আমদানিকারক প্রতিষ্ঠান আইপির (আমদানি অনুমতি পত্র) জন্য আবেদন করেছে।
আমদানিকারক মোস্তাফিজুর রহমান জানান, ভারতে চালের দাম পূর্বের তুলনায় কম। এছাড়াও বাংলাদেশ সরকার চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় দাম অনেক কমে আসবে। প্রতিকেজি চালের দাম অন্তত ৬-৮ টাকা দাম কমে আসবে।
টিএইচ