রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
দ্রুত সংস্কার কাজ শেষ করার আশ্বাস

হিলি স্থলবন্দর সড়কের অবস্থা পরিদর্শনে ডিসি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হিলি স্থলবন্দর সড়কের অবস্থা পরিদর্শনে ডিসি

ছোট বড় গর্তে বেহাল অবস্থা দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রধান সড়ক পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ে সংস্কার কাজ শেষ করার।

শনিবার তিনি হিলি স্থলবন্দরে পরিদর্শন করেন। এসময় হাকিমপুর উপজেলা পরিষদ চেয়াম্যান হারুন উর রশিদ ও পৌরমেয়র জামিল হোসেন চলন্ত তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় হাকিমপুর ইউএনও, অমিত রায়, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী, আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

 জেলা প্রশাসক হিলি স্থালবন্দরের শোচনীয় সড়কটি পায়ে হেটে পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসককে সড়কের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

 জেলা প্রশাসক বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতের কাজ অতি দ্রুত শেষ করা হবে। বৃষ্টির কারণে সড়কে যেসমস্ত গর্তের সৃষ্টি হয়েছে তা মেরামতের কাজ ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু হয়েছে। বন্দরের আমদানি-রপ্তানি গতিশীল রাখতে সবধরণের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ভারত হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাজেশ আগরওয়াল স্বাক্ষরিত একটি চিঠি বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে পাঠিয়েছেন।

টিএইচ