সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হিলি স্থলবন্দরে ৭দিন আমদানি-রপ্তানি বন্ধ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হিলি স্থলবন্দরে ৭দিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গোৎসব উৎযাপন উপলক্ষে টানা ৭ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর পথে দুই দেশের মধ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও পানামা পোর্ট লিংক লি. অভ্যন্তরীণ লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

গত বৃহস্পতিবার বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, দুর্গোৎসব উপলক্ষে ভারত হিলি ব্যবসায়ী সংগঠন এক্সপোর্টার এন্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েনের আবেদনের প্রেক্ষিতে ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ৭ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে যথারিতি দুই দেশের মধ্য ব্যবসায়ী কার্যক্রম আবারও চালু হবে।

পানামা হিলি পোর্ট লিংক লি. জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও সরকারি ঘোষিত ছুটির দিন ছাড়া অন্য দিন বন্দরের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল আলম জানান, দুর্গোৎসব উৎযাপনে হিলি স্থলবন্দর দিয়ে কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

টিএইচ