সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হিলিতে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলিতে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সরকারি খাদ্যগুদামে চলতি মৌসুমের ইরি বোরো ধান, চাল ও গম সংগ্রহ উদ্বোধন করা হয়।

রোববার (৭ মে) হাকিমপুর উপজেলা ক্রয় ও মনিটরিং কমিটির আয়োজনে কৃষকদের কাছে থেকে ধান, চাল ও গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন।

এসময় সেখানে ধান, চাল ও গম সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধাররণ সম্পাদক মুরাদ ইমাম কবির, এসআই খলিলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা যোসেফ হাঁসদা বলেন, এবারে হাকিমপুর উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৬৪৪ টন বোরো ধান, ৪৪ টাকা কেজি দরে ৩৬৭  টন সিদ্ধ চাল ও  ৩৫ টাকা কেজি দরে ২৪  টন গম সংগ্রহ করা হবে। 

টিএইচ