বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

হিলিতে ভারতীয় ট্রাক থেকে মদ জব্দ করছে কাস্টমস

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হিলিতে ভারতীয় ট্রাক থেকে মদ জব্দ করছে কাস্টমস

দিনাজপুরের হাকিমপুরের হিলি পোর্ট অভ্যন্তরে পাথর আনলোডকৃত ভারতীয় একটি খালি ট্রাক থেকে ২৪ বোতল বিদেশি মদ (অফিসার চয়েস) জব্দ করেছে হিলি কাস্টমস। গত সোমবার রাতে হিলি পোর্ট অভ্যন্তরে ১নং স্কেলের পশ্চিম পাশে ডব্লিউ বি ৭৩ এফ ৭৮৭২ ভারতীয় একটি ট্রাক থেকে মদগুলো জব্দ করা হয়।

হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ভারত থেকে পাথরবোঝাই একটি ট্রাক পোর্টে প্রবেশ করে। পাথর আনলোড শেষে ১নং স্কেলের পশ্চিম পাশে অবস্থান নেয় ওই ট্রাকটি। 

সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) সদস্যের তথ্যের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। 

এসময়  ট্রাকটির কেবিনের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অফিসার চয়েস ৭৫০ মি.লি একটি বোতল ও ১৭৫ মি.লি ২৩টি ক্যান উদ্ধার করা হয়। এঘটনায় ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলার ঠাকুরবুড়া গ্রামের মোসলে উদ্দিন মণ্ডলের ছেলে ও ট্রাক ড্রাইভার মো. জহুরুল মণ্ডলকে  কাস্টমস হেফাজতে নেয়া হয়েছে।

টিএইচ