বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হোমনায় সরকারি জায়গা দখলের অভিযোগ!

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

হোমনায় সরকারি জায়গা দখলের অভিযোগ!

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার হোমনা-মুরাদনগর ও বাঞ্ছারামপুর উপজেলার সংযোগস্থলে দেশের একমাত্র ওয়াই আকৃতির শেখ হাসিনা-তিতাস সেতুটি ২০১৮ সালের উদ্বোধন করেন। শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটির অধিগ্রহণ করা ব্রিজের জায়গা দখল করে নিচ্ছে একদল ভূমি খেকো। 

এতে বহুদিনের পুরাতন হাঁসমুরগী ও গরুবাজারসহ বন্ধ হয়ে যাচ্ছে মানুষের হাটা চলার পথ। এ বিষয়ে  মো. আহসান উল্লাহ নামের বাজারের এক ব্যবসায়ী  হোমনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিলে রহস্যজনক কারণে দখলমুক্ত হচ্ছে না। বরং দিন দিন দখল হয়ে যাচ্ছে পুরো ব্রিজের নীচের অংশ।

সরেজমিনে গিয়ে জানাগেছে, কয়েকজন ব্যক্তি ব্রিজের নীচের এলজিইডির অধিগ্রহণ করা ব্রিজের দুই পাশের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছে। নতুন করে রামকৃষ্ণপুর গ্রামের এক ব্যক্তি ব্রিজের মাঝের অংশে দোকান ঘর নির্মাণ করে দখল করার পায়তারা করছে। এতে জনগণের হাটাচলার রাস্তা ও দুই পাশের দোকান পাট বন্ধ হয়ে যাবে।
 
বাজারের ইজারাদার মো. সফিকুল ইসলাম আকন্দ জানান, রামকৃষ্ণপুর বাজার অনেক দিনের পুরানো।  সেতুটি নির্মাণের পরে বাঞ্ছারামপুর, হোমনা ও মুরাদনগরে লোকজনের যাতায়াতে যুগান্তকারী পরিবর্তন আসছে। কিন্তু কয়েকজন ব্যক্তি ব্রিজের জায়গা দখলের কারণে বাজার তেমন জমে না। আমি ইজারা নিয়েও গরুবাজার বসাতে জায়গা পাচ্ছি না। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

দখলদার জানান, এটি আমার জায়গা অধিগ্রহণ করা হয় নি। আমি ব্রিজের জন্য জায়গা ছেড়ে দিয়েছিলাম। যাদের জায়গা নাই এমন অনেক লোক দোকান উঠিয়ে ব্যবসা করছে। তাদের দেখে আমিও দোকান ঘর তুলেছি, সরকারের প্রয়োজন হলে জায়গা ছেড়ে দিব।

হোমনা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সাইফুল ইসলাম জানান, মাসিক সমন্বয় সভায় আলাপ হয়েছে এলজিইডি বিভাগের অধিগ্রহণকৃত জায়গা দখলমুক্ত করার জন্য বাঞ্ছারামপুর এলজিইডি অফিসে যোগাযোগ করছি। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হোমনা উপজেলার এসিল্যান্ড মো. ইউসুফ হাসান জানান, ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে অবৈধ স্থাপনার তালিকা করার নির্দেশ দেয়া হয়েছে। তালিকা পেলে দ্রুত তা উচ্ছেদ করা হবে।

ইউএনও ক্ষেমালিকা চাকমা জানান, অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নিতে এসিল্যান্ড ও প্রকৌশলীকে দ্বায়িত্ব দেয়া হয়েছে।  জমিটি এলজিইডি বিভাগের হওয়ায় সরাসরি ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে। তবে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী প্রকৌশলী এলজিইডি মো. শিরাজুল ইসলাম মুঠোফোনে জানান, অধিগ্রহণকৃত ওয়াই ব্রিজের নীচের বাঞ্ছারামপুর অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। হোমনা অংশে অবৈধ দখলদার থাকলে তা দ্রুত অপসারণ করার জন্য হোমনা উপজেলা প্রশাসনকে অনুরোধ করবো।

টিএইচ