সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হোসেনপুরে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুরে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রিয়াদ খান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। গত রোববার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ উপজেলার একই গ্রামের মো. স্বপন খানের ছেলে। সে উপজেলার হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদের চাচাতো বোনকে তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি বাড়িতে বিয়ে দেয়া হয়। গত রোববার রাতে সাংসারিক বিষয় নিয়ে তার বোন জামাইয়ের ভাই রবিউলের সাথে রিয়াদের তর্ক বির্তক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে রবিউল রিয়াদকে ছুরি দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে। 

পরে প্রতিবেশীরা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে পুুলিশের অভিযান চলমান। 

টিএইচ