সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

১২০ টাকায় পুলিশে চাকরি, ভাবতেই ভালো লাগছে

রাজবাড়ী প্রতিনিধি

১২০ টাকায় পুলিশে চাকরি, ভাবতেই ভালো লাগছে

"আমার বাবা একজন ভ্যানচালক। মাত্র ১২০ টাকা দিয়ে পুলিশের কনস্টেবল পদে আবেদন করেছিলাম। কখনো ভাবিনি এই সামান্য টাকাতেই চাকরি হয়ে যাবে। আমি নিজে চাকরি পেয়ে বুঝলাম, টাকা ছাড়াও পুলিশে চাকরি সম্ভব।"

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়ে আবেগাপ্লুত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের মো. মিরাজ শেখের মেয়ে মোছা. মীরা খাতুন এভাবেই তার অনুভূতি প্রকাশ করলেন।

রোববার (২৪ নভেম্বর) দিনগত রাত ৯ টায় রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিলসেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রাজবাড়ী পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোছা. শামীমা পারভীন।

এ বছর ২৩ জন পুরুষ এবং ৮ জন নারী চূড়ান্তভাবে নির্বাচিত হন। পাশাপাশি ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। ফলাফল ঘোষণার সময় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নিজ মেধা ও যোগ্যতায় চাকরি পেয়ে ৩১ জন তরুণ-তরুণী আনন্দে ভাসেন। কেউ কেউ আনন্দে কেঁদে ফেলেন।

মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করা রহিম বিশ্বাস বলেন, "আমার বাবা একজন শ্রমিক। অনেক কষ্ট করে আমাকে পড়ালেখা করিয়েছেন। নিজ মেধা ও পরিশ্রমে আমি পুলিশে চাকরি পেয়েছি। এটি আমার জন্য গর্বের বিষয়।"

রাজবাড়ীর পাংশার কুড়ে পাড়ার বাসিন্দা মোঃ রিফাজুর রহমান বলেন, "পুলিশে চাকরি আমার স্বপ্ন ছিল। চাকরি পেয়ে আমি খুব খুশি। এটি আমার পরিবারের জন্য আশীর্বাদ।"

পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন বলেন, "টিআরসি-২০২৪ এর বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন করে আমরা ৩১ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছি। দরিদ্র ও কৃষক পরিবারের সন্তানরাই মূলত এই তালিকায় স্থান পেয়েছেন। নিয়োগ প্রক্রিয়াটি মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। এটি আমাদের জন্য গর্বের একটি বিষয়।"

এসময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের সদস্য গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী হুমায়ুন রশিদ এবং রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব।

উল্লেখ্য, কনস্টেবল পদে রাজবাড়ী জেলায় ২০৩৩টি আবেদন জমা পড়ে। প্রাথমিক স্ক্রিনিংয়ের পর ১৪৯৭ জন শারীরিক পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্য থেকে ৩৫৭ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন এবং শেষ পর্যন্ত ৩১ জন চূড়ান্তভাবে মনোনীত হন।

টিএইচ