সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

১৫ আগস্ট ধানমন্ডিতে হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি 

১৫ আগস্ট ধানমন্ডিতে হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু

রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বারে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার ঘটনায় আহত আ.লীগ নেতা এমএ মমিন পাটোয়ারী মারা গেছেন। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আ.লীগের সদস্য ছিলেন। শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের ভাতিজা মুনতাকিম পাটোয়ারী তার মৃত্যুর বিষয়টি জানান। তার মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা আ.লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ পোস্ট দিয়ে গভীর শোক প্রকাশ করেন।

জানা গেছে, মমিন পাটোয়ারী কেন্দ্রীয় আ.লীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সদস্য ছিলেন। তিনি জেলা আ.লীগের প্রস্তাবিত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।

পরিবার সূত্র জানায়, মমিন পাটোয়ারীর সংসারে স্ত্রী ও এক ছেলে রয়েছে। তিনি ডায়াবেটিক ও হূদরোগেও আক্রান্ত ছিলেন। তার মরদেহ রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

টিএইচ