পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৪০ হাজার ২২৫ মেট্রিক টন কয়লা নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি ওসান ব্রেভ’ বন্দরে নোঙর করেছে।
শনিবার (২৯ জুলাই) রাতে পায়রা বন্দরের ট্রাফিক উপপরিচালক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে ওই জাহাজটি পায়রা বন্দরের রাবমাবাদ চ্যানেলে এসে পৌঁছায়।
জানা গেছে, গত ১১ জুলাই ‘এমভি সাগরকান্তা’ নামে একটি বিদেশি জাহাজ ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে আসে। সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।
এদিকে গত ৯ জুলাই সন্ধ্যায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনারে আসে মার্শাল আয়ল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমভি ওয়াই এম সামিট’।
উপপরিচালক আজিজুর রহমান জানান, ‘এমভি ওসান ব্রেভ’ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিক পাপান বন্দর থেকে ছেড়ে আসে। পরে সিঙ্গাপুর বন্দর হয়ে শনিবার বিকেলে পায়রা বন্দরে এসে নোঙর করে।
তিনি আরও জানান, লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাসের পর জাহাজটি রোববার (৩০ জুলাই) সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে।
টিএইচ