রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

‘৫৪ বছরের ইতিহাসে কোনো সরকার দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নায়’

ঝালকাঠি প্রতিনিধি

‘৫৪ বছরের ইতিহাসে কোনো সরকার দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নায়’

ঝালকাঠি জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানুষের তৈরি আইনে ভুল আছে ওই আইন দিয়ে যদি দেশ চলে দেশে কোন দিন শান্তি প্রতিষ্ঠা হবে না।

দীর্ঘ ৫৪ বছরের ইতিহাস যত সরকার এসেছে তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নায়, জুলুম অত্যাচার বন্ধ করতে পারে নাই। যদি এ জুলুম অত্যাচার বন্ধ করতে হয় তাহলে নির্ভুল আইন দরকার আর সেই নির্ভুল আইন আল্লাহর আইন। আল্লাহর আইন বাংলাদেশে যেদিন কায়েম হবে সেদিন বাংলাদেশ থেকে সব অশান্তি পালিয়ে যাবে।

মানুষের আইনে ভুল আছে আল্লাহর আইনে কোনো ভুল নাই। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঝালকাঠি ঈদগাহ মাঠে দীর্ঘ ২২ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াত আমির অ্যাড. হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়ায্যম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় সদস্য এ.কে.এম ফকরুদ্দিন খান রাজি, জামায়াতের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার, জামায়াতের কেন্দ্রীয় সদস্য  লস্কর মোহাম্মদ তসলিম ও ব্যবসায়ী বিভাগের সিনিয়র সহ-সভাপতি শেখ নির্মূল করিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও আলোচক ড. ফয়জুল হক।

অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সম্মেলন সফল করেন।

টিএইচ