বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

৭২ দিন বন্ধ থাকার পর যমুনায় ইউরিয়া উৎপাদন শুরু

জামালপুর প্রতিনিধি

৭২ দিন বন্ধ থাকার পর যমুনায় ইউরিয়া উৎপাদন শুরু

টানা ৭২ দিন বন্ধ থাকার পর দেশের সবচেয়ে বড় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দিনগত মধ্যরাত থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। 

এর আগে ১ নভেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। গত বৃহস্পতিবার চালু হয় অ্যামোনিয়া উৎপাদন।

কারখানা সূত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। দৈনিক ১ হাজার ৭০০ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘন ফুট গ্যাসের প্রয়োজন হয়। 

চাহিদার তুলনায় গ্যাসের চাপ কম থাকায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। গ্যাস না থাকায় অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এদিকে ৭২ দিন বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সংযোগ সচল করলে ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সংকটে ৫ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। ১ নভেম্বর গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। কারখানার যন্ত্রাংশ সচল করে ফের ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।

টিএইচ