শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১
The Daily Post

আর্থিক খাত পুরোপুরি এগোতে পারেনি : কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

নিজস্ব প্রতিবেদক

আর্থিক খাত পুরোপুরি এগোতে পারেনি : কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

ব্যাংকসহ দেশের আর্থিক খাত গত ৫৩ বছরে অনেকদূর এগিয়েছে। তবে যতদূর এগোনোর কথা ছিল, ততোদূর এগোতে পারেনি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রোববার বিআইবিএমের সুবর্ণজয়ন্তী-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, দেশের আর্থিক খাত আশানুরূপ এগোতে পারেনি। আমাদের অনেকের দায়িত্ব ছিল৷ সবাই হয়তো সেই দায়িত্ব পালন করতে পারিনি। তবে বিষয়টি নিয়ে আত্মসমালোচনা করা দরকার। নৈতিকতা বোধ বৃদ্ধি করতে হবে। তানা হলে অর্থই অনর্থের মূলে পরিণত হবে। কেন্দ্রীয় ব্যাংকে অনেক ফান্ড পড়ে আছে, এগুলো নিতে ব্যাংকগুলো আগ্রহ দেখাচ্ছে না।

তিনি আরও বলেন, ব্যাংক খাতের নতুন চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করা দরকার। এরমধ্যে জলবায়ু ও গ্রিন ফাইন্যান্সিং নিয়েও বিআইবিএমকে কাজ করতে হবে। সাসটেইনেবল ফাইন্যান্স বাদ দিয়ে ব্যাংক খাত এগিয়ে যাওয়া সম্ভব না। এজন্য এসএমই ও গ্রিন ফাইন্যান্স নিয়ে ট্রেনিং দিতে হবে। এছাড়া আন্তর্জাতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

বেসরকারি খাতের সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, বিআইবিএম থেকে ২০২৪ সালে সিটি ব্যাংকের কর্মকর্তারা ১৭ হাজার ২৮ ঘণ্টা ট্রেনিং পেয়েছে। বিআইবিএম থিংক ট্যাংক থেমে নেই। সময়ের সাথে সাথে বদলাচ্ছে।

এছাড়াও তিনি বলেন, বিআইবিএম ভালো প্রতিষ্ঠান ও কর্মকর্তা গড়ার আধার। এখান থেকে কর্পোরেট সুশাসন, ঋণ বিতরণ সহ আর্থিক খাতের সকল বিষয় শিখতে পারে।

বিআইবিএমের মহাপরিচালক আক্তারুজ্জামান বলেন, আজ বিআইবিএমের এক অবিস্মরণীয় দিন। ৫০ বছর আমাদের অঙ্গীকার সফলতার সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করেছি। আইএফএসি ও বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থার সঙ্গে গবেষণা করেছি। অনেক ক্ষেত্রে বিআইএম নিজের সক্ষমতা দেখিয়েছে।

টিএইচ