সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জ্বালানি তেলে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলে বড় দরপতন

নতুন বছর ২০২৩ সালের প্রথম সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। এক সপ্তাহেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৮ শতাংশের ওপরে কমে গেছে। পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলের দামেও বড় পতন হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পর্যালোচনায় দেখা যায়, বছরের লেনদেনের শুরুতে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৮০ দশমিক ২৬ ডলার। ৩ জানুয়ারি লেনদেনের একপর্যায়ে তা বেড়ে ৮০ দশমিক ৯৫ ডলারে উঠে যায়। এরপর থেকেই কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

ধারাবাহিকভাবে দাম কমতে কমতে সপ্তাহ শেষে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম দাঁড়ায় ৭৩ দশমিক ৭৭ ডলার। সেই হিসাবে গত এক সপ্তাহে জ্বালানি তেলের দাম কমেছে ৬ দশমিক ৭৩ ডলার বা ৮ দশমিক শূন্য ৯ শতাংশ। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৫৬ ডলার। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমার হার ৮ দশমিক ৫৬ শতাংশ

২০২২ সালের শুরু থেকেই জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলারে উঠে যায়। এরপর দফায় দফায় দাম বেড়ে ৮ মার্চ অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১১৯ দশমিক ৬৫ ডলারে ওঠে যায়। এ ছাড়া ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি রেকর্ড ১২৩ দশমিক ৪৮ ডলারে ওঠে।

তবে জুনের পর থেকে কমতে শুরু করে জ্বালানি তেলের দাম। কয়েক দফা দাম কমে বছরের শেষ মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৭১ দশমিক ২১ ডলারে নেমে আসে। কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহে দাম আবার কিছুটা বাড়ে। এতে ২০২২ সাল শেষে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বলানি তেলের দাম ব্যারেল প্রতি ৮০ দশমিক ২৬ ডলারে দাঁড়ায়।

টিএইচ