বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিডকোয়ার ইসি কমিটির শূন্য পদে কো-অপ্ট ও কমিটি পুনর্বিন্যাস

নিজস্ব প্রতিবেদক

বিডকোয়ার ইসি কমিটির শূন্য পদে কো-অপ্ট ও কমিটি পুনর্বিন্যাস

বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স এসোসিয়েশনের কমিটির শূণ্যপদে কো-অপ্ট ও কিমিটি পুনর্বিন্যাস সভা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিডকোয়ার সভাপতি মোহাম্মদ আলী ভূইয়ার সভাপতিত্বে ইসি কমিটির সভা গুলশানের কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় গঠনতন্ত্রের আলোকে ইসি কমিটির শূন্য পদে পুনর্বিন্যাস করে সাধারণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান সজিব, সাংগঠনিক সম্পাদক পদে সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুনকে পদায়ন করা হয়।

এছাড়াও শূন্য পদে কো-অপ্ট সদস্যরা হলেন দফতর সম্পাদক সম্পাদক পদে মো. ফজলুল হক, পরিচালক (কর্পোরেট এ্যাফেয়ার্স) পদে খাইরুল ইসলাম মুয়াজ, পরিচালক (গবেষণা ও উন্নয়ন) পদে মোস্তাফিজুর রহমান শাওন, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে মো. হাবিবুর রহমান হাবিব ও পরিচালক পদে সাইফুল ইসলামকে পদায়ন করা হয়। 

উক্ত সভায় ইসি কমিটির সিনিয়র সহসভাপতি এসএম রেজাউল হক, সহসভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান, ইঞ্জিনিয়ার ফরহাদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন যুগ্ম সম্পাদক সাবিত হোসেন, ইঞ্জিনিয়ার মো. ফিরোজ আহমেদ, মো. মুরাদ হোসেন, অরুপা দত্ত, তাসনুভা আসলামসহ অন্য ইসি সদস্যরা উপস্থিত ছিলেন।