বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
অর্থনীতির ওপর বড় চাপ

রেমিট্যান্স কমেছে ৭.৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

রেমিট্যান্স কমেছে ৭.৪ শতাংশ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার মধ্যে অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ আরও কমায় অর্থনীতির ওপর চাপ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীরা অক্টোবরে দেশে ১ দশমিক ৫২ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের অক্টোবরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ কম এবং চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় ১ শতাংশ কম।

চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে রেমিট্যান্স প্রবাহ ২ দশমিক ০৩ শতাংশ কমে ৭ দশমিক ১৯ বিলিয়ন হয়েছে।

গত ২৬ অক্টোবর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে ছিল রিজার্ভ ছিল ৪৬ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

রেমিট্যান্সের নিম্ন প্রবাহ স্থানীয় মুদ্রার অবমূল্যায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ডলারের দাম গত ৩১ অক্টোবর আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কমে ১০৪ টাকা ৩৪ পয়সায় দাঁড়িয়েছে।

ইএফ