শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সংকট কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরছে বাংলাদেশ : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংকট কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরছে বাংলাদেশ : অর্থমন্ত্রী

‘বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। অর্থনীতিতে কিছু সংকট ছিল, তবে তা কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে বাংলাদেশ।’

সচিবালয়ে জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আরন্ড হ্যামিলাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আজ সোমবার সকালে এসব কথা বলেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

গেল ৪৫ বছরে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে ইফাদ। এসময় ৩৭টি প্রকল্পে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আন্তর্জাতিক এ সংস্থা। ইফাদের দাবি, প্রায় ৫ কোটি বাংলাদেশি ইফাদ থেকে সুবিধাভোগী।

আরন্ড হ্যামিলাস জানান, এখন বাংলাদেশে ৭টি প্রকল্পে ২ বিলিয়ন ডলারের প্রকল্প চলমান। দেশের প্রান্তিক কষৃকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নাই। অর্থনীতিতে কিছু সংকট ছিল, তা কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে দেশ।’

এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্স সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা। এসময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঋণ ও অনুদান মিলিয়ে বাংলাদেশকে ১ বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান তিনি।

পরে ঢাকায় নিযুক্ত জাপানিজ রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার কথা অর্থমন্ত্রীকে জানান জাপানিজ রাষ্ট্রদূত।

টিএইচ