মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২১ মাঘ ১৪৩১
The Daily Post

আরও ৪ ইসরাইলি বন্দিকে মুক্তি দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক

আরও ৪ ইসরাইলি বন্দিকে মুক্তি দিল হামাস

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী গাজায় আটকে থাকা চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে হামাস। তাদেরকে শহরটির প্যালেস্টাইন স্কোয়ারে রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বন্দীদের মুক্তি বিনিময়ের দ্বিতীয় দিনে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। খবর আল জাজিরা। এদিকে ইসরায়েল ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে।

আল জাজিরা জানায়, মুক্তির আগে, বেশ কয়েকজন মুখোশধারী হামাস ও ইসলামিক জিহাদ যোদ্ধা প্যালেস্টাইন স্কোয়ারে জড়ো হয়েছিল। এছাড়াও স্থানটিতে ফিলিস্তিনিরাও জড়ো হয়েছিল। শত শত হামাস সদস্য ছাড়াও, ফিলিস্তিনের অন্যান্য ইসলামিক দলগুলোও সেখানে উপস্থিত ছিলো।

মুক্তির আগে রেড ক্রসের প্রতিনিধি ও হামাসের এক যোদ্ধাকে নথিতে স্বাক্ষর করতে দেখা গেছে।

মুক্তি পাওয়া চার নারী হচ্ছেন- কারিনা রিভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। এসময় তারা ইসরায়েলের সামরিক ইউনিফর্মে ছিল। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে জনতার দিকে হাত নাড়তে দেখা যায়।

ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে জানায়, রেড ক্রসের কাছে হস্তান্তর করা মুক্তিপ্রাপ্ত চার নারী সৈন্যদের পেয়েছে। তাদেরকে এখন মেডিকেল পরীক্ষা করা হবে।

চুক্তির অংশ হিসাবে, ইসরায়েলি বাহিনী নেত্জারিম করিডোর থেকেও তাদের সৈন্য প্রত্যাহার করবে বলে আশা করা হচ্ছে। এতে উত্তর গাজার কয়েক হাজার বাস্তুচ্যুত তাদের বাড়িতে ফিরতে পারবে।

এছাড়াও মানবিক সহায়তা এবং অন্যান্য বাণিজ্যিক পণ্য সরবরাহ প্রবেশের জন্য ইসরায়েল দক্ষিণে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেবে বলেও আশা করা যাচ্ছে।

টিএইচ