বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জুলাইয়ে ২১ দিনে প্রবাসী আয় সাড়ে ১৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

জুলাইয়ে ২১ দিনে প্রবাসী আয় সাড়ে ১৫ হাজার কোটি টাকা

২০২৩-২৪ অর্থবছরের প্রথম ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা ধ‌রে) যার পরিমাণ প্রায় ১৫ হাজার ৪০৪ কোটি টাকা।

রোববার (২৩ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, জুলাই মাসের প্রথম তিন সপ্তাহে দৈনিক গড়ে ৬ কোটি ৭৯ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার।

এছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১৯ কোটি ডলার এসেছে। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার ডলার।

গত মাস জুনে ২১৯ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠান প্রবাসীরা, যা ছিল গত ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স। একক মাস হিসেবে এই অঙ্কটা ছিল এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ।

২০২০ সালের জুলাইয়ে দেশে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল। বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ মার্কিন ডলার।

টিএইচ