বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

দুই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

দুই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণত আর্থিক কেলেঙ্কারির কারণে আর্থিক স্বাস্থ্যের অবনতি হওয়া ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিজেদের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকে করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ৯টি ব্যাংকের পাশাপাশি সর্বশেষ এই ২ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে।

গত ৪ ডিসেম্বর ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট।

সোশ্যাল ইসলামী ব্যাংকের বোর্ডও এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত।

দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে ৫ এপ্রিলের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্তে ঋণ কেলেঙ্কারির অভিযোগ সত্য প্রমাণিত হলে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আদালতকে জানাতে হবে।

হাইকোর্ট এস আলম গ্রুপকে ইসলামী ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে এবং এ সংক্রান্ত প্রাসঙ্গিক নথি আদালতে উপস্থাপন করতে বলেছেন। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় ব্যাংক এখন এ বিষয়ে তদন্ত করছে।

ইএফ