সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
ভুয়া ঋণ অনুমোদন

প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

তিন হাজার টাকার ভুয়া ঋণ অনুমোদনের অভিযোগে বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমানের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুলের আদালত এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিমিয়ার ব্যাংকের এই চার কর্মকর্তাই নারায়ণগঞ্জ শাথায় কর্মরত। এরা হলেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও শাখা ব্যবস্থাপক মোঃ শহীদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট ও শাখার ২য় কর্মকর্তা মুশফিকুল আলম, এসএভিপি ও শাখার ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ এবং এসএভিপি ও শাখার ক্রেডিট ইনচার্জ মুহাম্মদ মেহেদী হাসান সরকার।

দুদকের আবেদনে বলা হয়েছে, প্রিমিয়ার ব্যাংকের নারায়নগঞ্জ ও প্রধান কার্যালয়ের কতিপয় বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ব্যাক টু ব্যাক এলসি সুবিধার আড়ালে জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪৩টি সন্দেহভাজন তৈরী পোষাক রপ্তানীকারক প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুরপূর্বক আত্মসাতসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সম্পৃক্ত ধারায় অপরাধ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

আবেদন আরও বলা হয়েছে, অভিযোগের নিমিত্তে ৩ সদস্যের একটি অনুসন্ধানকারী টিম গঠন করা হয়েছে। গোপনসূত্রে জানা যায়, অভিযোগ-সংশ্লিষ্ট নিম্নোক্ত ব্যক্তিগণ অর্থ পাচার ও দেশত্যাগের পরিকল্পনা করছেন। এ কারণে, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

টিএইচ