শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

মাংস রপ্তানিতে নগদ সহায়তা দিবে সরকার

নিজস্ব প্রতিবেদক

মাংস রপ্তানিতে নগদ সহায়তা দিবে সরকার

হালাল মাংস রপ্তানিতে সরকার নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যান্য পণ্য ও খাতে ৪ ভাগ সহায়তা দিলেও হালাল মাংস রপ্তানিতে দেওয়া হয়েছে ২০ ভাগ ভর্তুকি। ১০০ শতাংশ হালাল মাংসের সঙ্গে ১০০ শতাংশ হালাল উপায়ে প্রক্রিয়াকৃত মাংসজাত পণ্যে নগদ এ সহায়তা দেওয়া হবে। গত অর্থ বছরের মতো এবারও খাত ভিত্তিক ১ শতাংশ থেকে স‌র্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত এই নগদ সহায়তা রপ্তানিকারকদের দিবে সরকার।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

চলতি অর্থবছর (২০২২-২৩) হালাল মাংসসহ ৪৩টি পণ্য ও খাত‌কে রপ্তানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়া হ‌বে।

সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত হালাল মাংস, বস্ত্রখাতের ৫টি উপ-খাতসহ ৪৩টি পণ্যে রপ্তানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়া হবে। তবে বস্ত্রখাতে যুক্তরাজ্যে রপ্তানির ক্ষেত্রে বাজার সম্প্রসারণ সহায়তা প্রযোজ্য হবে না। সফটওয়্যার ও আইটিএস সেবা রপ্তানির বিপরীতে ব্যক্তি পর্যায়ে ফ্রিল্যান্সাররা ৪ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন। গত বছর ৪২টি পণ্য এ সুবিধা দেওয়া হয়েছিল।

নগদ এ সহায়তার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরাবরের মতো চলতি অর্থবছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে নগদ সহায়তা পরিশোধ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে।

কেএস