সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মাংস রপ্তানিতে নগদ সহায়তা দিবে সরকার

নিজস্ব প্রতিবেদক

মাংস রপ্তানিতে নগদ সহায়তা দিবে সরকার

হালাল মাংস রপ্তানিতে সরকার নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যান্য পণ্য ও খাতে ৪ ভাগ সহায়তা দিলেও হালাল মাংস রপ্তানিতে দেওয়া হয়েছে ২০ ভাগ ভর্তুকি। ১০০ শতাংশ হালাল মাংসের সঙ্গে ১০০ শতাংশ হালাল উপায়ে প্রক্রিয়াকৃত মাংসজাত পণ্যে নগদ এ সহায়তা দেওয়া হবে। গত অর্থ বছরের মতো এবারও খাত ভিত্তিক ১ শতাংশ থেকে স‌র্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত এই নগদ সহায়তা রপ্তানিকারকদের দিবে সরকার।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

চলতি অর্থবছর (২০২২-২৩) হালাল মাংসসহ ৪৩টি পণ্য ও খাত‌কে রপ্তানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়া হ‌বে।

সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত হালাল মাংস, বস্ত্রখাতের ৫টি উপ-খাতসহ ৪৩টি পণ্যে রপ্তানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়া হবে। তবে বস্ত্রখাতে যুক্তরাজ্যে রপ্তানির ক্ষেত্রে বাজার সম্প্রসারণ সহায়তা প্রযোজ্য হবে না। সফটওয়্যার ও আইটিএস সেবা রপ্তানির বিপরীতে ব্যক্তি পর্যায়ে ফ্রিল্যান্সাররা ৪ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন। গত বছর ৪২টি পণ্য এ সুবিধা দেওয়া হয়েছিল।

নগদ এ সহায়তার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরাবরের মতো চলতি অর্থবছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে নগদ সহায়তা পরিশোধ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে।

কেএস