বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সবজির দাম কিছুটা কমলেও, মুরগির বাজারে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক

সবজির দাম কিছুটা কমলেও, মুরগির বাজারে অস্বস্তি

রাজধানীর দোকানগুলোতে শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শীত মৌসুমের শুরু থেকেই রাজধানীর বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। ফলে সব ধরনের সবজির কিছুটা দাম কমেছে। তবে মুরগির বাজারে এখন বিরাজ করছে অস্বস্তি। কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়ে সব ধরনের মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর পাইকারি ও খুচরাবাজার কারওয়ান বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বাজারে আলু ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, মুলা ৩০ টাকা, গাজর ৬০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৫০ টাকা, মাঝারি ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, পেঁয়াজ কলি ২০ টাকা আটি, চিচিঙ্গা ৬০ টাকা, সিম প্রকার ভেদে ৬০ টাকা থেকে ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁচা মিষ্টি কুমড়া মাঝারি আকারের প্রতি পিস ৬০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, নতুন দেশি পেঁয়াজ ৭০ টাকা, ইন্ডিয়ান রসুন ২১০ টাকা, দেশি আদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া লাউ আকার ভাদে প্রতি পিস ৬০ টাকা, কালো বেগুন ৫০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, সাদা বেগুন ৪০ টাকা, শালগম ৪০ টাকা, করলা ৬০ টাকা।

সবজি বিক্রেতা আমান বলেন, গতকালের তুলনার সব ধরনের সবজিতে ১০-২০ টাকা পর্যন্ত কমেছে। গতকার বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শালগম ৫০-৬০ টাকা করে বিক্রি করেছি আজ সেই শালগম ৪০ টাকা করে বিক্রি করেছি। বাজারে প্রচুর সবজির আমদানি থাকার কারণে দাম কমেছে।

এদিকে মাছের বাজার ঘুরে দেখা গেছে, দেশি পুঁটি ৫০০- ৬০০ টাকা, মাঝারি আকারের চিংড়ি ৮০০ টাকা, পাপদা ৪০০ টাকা, রুই আকারভেদে ২৫০ থেকে ৪০০ টাকা, দেশি কই ৭০০ টাকা, চাষের কই ২৫০ টাকা, শিং ৪০০-৪৫০ টাকা, সরপুঁটি ২৫০ টাকা, মলা ৪০০ টাকা, টেংরা ৬০০ টাকা, কাতল আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা দাম বেড়েছে সব ধরনের মুরগির। ব্রয়লার ২০০-২১০, লেয়ার ২৯০-৩০০, সোনালি ৩০০ হাইব্রিড ২৮০, দেশি ৫৫০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগির দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতা বলেন, দাম বাড়ার কারণ বলতে পারি না। আমাদের পাইকারি বেশি দামে কিনতে হচ্ছে। তারপর আবার দোকান পর্যন্ত নিয়ে আসতে কত ধরনের খরচ আছে। বেশি দামেই কিনতে হচ্ছে আমাদের। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ডিমের বাজার ঘুরে দেখা গেছে, সাদা ডিম হালি ৪৬, ডজন ১৪০ টাকা, লাল ডিম হালি ৪৬, ডজন ১৪০ এবং হাঁসের ডিম হালি ৭৫ টাকা, ডজন ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

টিএইচ