বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে: বাজুস

নিজস্ব প্রতিবেদক

সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে: বাজুস

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার (৩ অক্টোবর) সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (০২ অক্টোবর) বাজুসের সহকারী মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মো. তানভীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অষ্টমী পূজার দিন অর্থাৎ ৩ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এ ঘোষণা অনুযায়ী সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এবি