বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

অবরোধেও চলবে জবির বাস

জবি প্রতিনিধি

অবরোধেও চলবে জবির বাস

বিএনপির ঘোষিত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির মধ্যেও চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বাস।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক সিদ্ধার্থ ভৌমিক।

তিনি বলেন, সকল চালকদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সকল রুটে যথা সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলবে। এছাড়াও দুপুরের সার্কেল বাসও যথাসময়ে চলবে। দূর থেকে আসা এসব বাসের বিষয়ে পরিবহন প্রশাসক বলেন, দূর থেকে আসা বাস চালকদের অবস্থা বুঝে গাড়ি চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার সারাদেশে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় বিএনপি ও সমমনা দলগুলোর।সোমবার অবরোধ কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে জামায়াতও।

টিএইচ