সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউয়ের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউয়ের ফল প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিলের অন্তর্ভুক্তি ও অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী সনদের এবং তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউতে পাস করেছেন ৬ হাজার ২২৯ জন পরীক্ষার্থী।

শুক্রবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল মধ্যরাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

জানা গেছে, এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৯ হাজার ১৯৮ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩৪ হাজার ৬৪২ জন। গতবারের এমসিকিউ পরীক্ষায় উপস্থিত ছিলেন ৮৪ শতাংশ পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন প্রায় ৮৯ শতাংশ পরীক্ষার্থী।

এবারের পরীক্ষায় উপস্থিত ৩৪ হাজার ৬৪২ জনের মধ্যে পাস করেছেন ৬ হাজার ২২৯ জন। তবে বেশ কিছু কারণে ৭ জন পরীক্ষার্থীর ফলাফল পেন্ডিং রাখা হয়েছে। এনরোলমেন্টের পরবর্তী ধাপ লিখিত পরীক্ষার জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।

মূলত, তিন ধাপের নৈবর্ত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক (ভাইভা) পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক-নির্দেশনা দিয়ে থাকে।

টিএইচ