শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি ভিসির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি ভিসির সাক্ষাৎ

ইউজিসি’র মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এর সাথে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি গত ২৩ অক্টোবর ২০২৪ তারিখে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এসময় ভাইস চ্যান্সেলর, বিএসএমআরএমইউ ইউজিসি চেয়ারম্যান মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ অস্থায়ী ক্যাম্পসের পরিচালিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। 

এছাড়াও তিনি চেয়ারম্যান মহোদয়কে চট্টগ্রামের বন্দর ও চাদগাঁও থানাধীন হামিদচরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। 

এসময় চেয়ারম্যান মহোদয় বিএসএমআরএমইউ এর ভাইস চ্যান্সেলর মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।

টিএইচ